Blog

  • 26/07/2014 11:23

    প্রজেক্ট সৈয়দপুর

    পরিবর্তন। হ্যা আমরা সবাই মিলে পরিবর্তন ঘটাতে পারি। কিন্তু সেটা কিসের পরিবর্তন এবং পরিবর্তনটি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের ই ঠিক করতে হবে।একটি সুন্দর ও সম্মিলিত প্রচেষ্টা মানুষকে ভালো কিছু উপহার দিতে পারে , দিতে পারে নির্মল ও চিরন্তন হাসি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ আর অন্যায় চিন্তার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। আমিত্বের কাছে আজ সব অসহায়। আমরা আত্মতুষ্টি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি। মানবতা আজ অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। ঠিক এমনি সময়ে শোনা যাচ্ছে পরির্তনের আহ্বান।

    পরিবর্তন ঘটাতে চাইলে ই হবে না নিজেদের মধ্যে সেই পরিবর্তন আগে নিয়ে আসতে হবে। আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে, আমিত্বের বন্ধন ছিন্ন করে হাত খুলে সবাইকে আপন করে নিতে হবে। আমিত্বের শৃংখলে আবদ্ধ না থেকে আমাদের জীবনের সফলতার মাপকাঠির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। একটা মিশনকে সফল করতে একজন ব্যক্তিত্বপূর্ণ ও ত্যাগী মানুষ ই যথেষ্ঠ।

    প্রথমে যেগুলো প্রয়োজন-

    ১) ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে।

    ২) সুনাম অর্জনের লক্ষ্য থাকা যাবে না।

    ৩) শুধুমাত্র মানুষের কল্যাণ চিন্তা করতে হবে।

    ৪) সববিষয়ে মতৈক্য থাকতে হবে।

     

    আমার প্রস্তাবনা-

    যেসব বিষয়ে কাজ করা যেতে পারে।

    ১) মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা যেতে পারে।

    ২) বিভেদপূর্ণ সমাজে শান্তির বীজ বপনের জন্য কাজ করা যেতে পারে।

    ৩) সমতাপূর্ণ একটি স্বাস্থ্যবান সমাজ গঠনের লক্ষ্যে সমাজের অবহেলিত অংশকে স্বাবলম্বী করার পাশাপাশি শিশুদের যোগ্য গড়ে তুলতে অবৈতনিক আধুনিক শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করা যেতে পারে।

    ৪) বখাটেপনা রোধে স্থানীয় তরুণ সমাজকে নিয়ে কাজ করা যেতে পারে।

     

    সবগুলো কাজ একসাথে করা যেতে পারে।

    কিভাবে?

    আমার প্রস্তাবনা-

    আমরা সোশাল বিজনেস ও সমবায় বিজনেস এর থিওরী কাজে লাগাতে পারি। তবে এখানে উদ্যাক্তাদের ব্যক্তি স্বার্থের অনুপস্থিতি থাকা আবশ্যকীয়।কারন ব্যক্তি স্বার্থের উপস্থিতি মানে ই হলো দ্বন্দ্ব ও উদ্যেক্তাদের মধ্যে প্রতিযোগিতা ও সম্পদ আহড়নের মনোভাব বৃদ্ধি যা মানুষের কল্যাণের চিন্তাকে বাধাগ্রস্থ করবে। আমরা উতপাদনমুখী একটি সম্প্রদা্য় সৃষ্টি করতে পারি যারা কিনা হবে সমাজের অবহেলিত মানুষেরা-

    ১) আমরা কিছু অবহেলিত মানুষকে কোন একটি সেক্টরের উপর ট্রেইনিং এর ব্যবস্থা করতে পারি। যারা হবে সেই বিষয়ের উপর দক্ষ।

    অবহেলিত মানুষ যারা তিনবেলা খেতে পারেনা।

    ২) যে বিষয়ের উপর দক্ষ করা হবে সেটির উপর উতপাদনমুখী একটা প্রজেক্ট দাড় করানো।

    ৩) সে প্রজক্টের মূলধন হবে পরিবর্তনে আগ্রহী নিঃস্বার্থ ও কল্যাণকামী মানুষের টাকা থেকে।

    ৪) লভ্যাংশের কিছু অংশ ব্যয় হবে অবহেলিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে। আর কিছু অংশ ব্যায় হবে মানুষদের স্বাস্থ্য খাতে।

    ৫) যে প্রতিষ্ঠান দাড় হবে সেটির মালিক হবে সমাজের সেই অবহেলিত মানুষ এবং শিশুরা।

     

    ফলঃ

    অবহেলিত মানুষেরা নিজেদের স্বাবলম্বী ভাবতে শিখবে। তাদের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ হবে। শিশুরা আধুনিক শিক্ষা ও স্বা্স্থ্য সুবিধা পাবে। পাশাপাশি সমাজের একটি অংশ উতপাদনমূখী হবে। এবং আরো কর্মসংস্থান তৈরী হবে। সবাই নিজের প্রতিষ্ঠান ভাবতে পারবে।

     

    ক্ষুদ্র পরিসরে আমার চিন্তাগুলোকে তুলে ধরলাম। কেউ আগ্রহী হলে আলোচনা করা যেতে পারে।

     

  • 23/07/2014 23:07

    Have We Lost Our Humanity? By robert wolff

    Our scientists are renowned. We know so much. But more about the universe and about bacteria and viruses than we know about ourselves. Certainly, we know more than ever about the functioning of our physical selves. We have multiple imaginations about who we are and where we fit into the biosphere, for instance. But somewhere we have lost ourselves as humans. We, meaning the western "we," assume and accept that we are totally apart from the earth and all other creators. We believe we own the planet.

    Most of humankind still knows that we are Mother Earth's children, as the President of Bolivia, Evo Morales, said. We are not the boss; we do not own the world. If anything, the planet owns us. 

    Humans everywhere have rituals and beliefs that strengthen their cohesion as a cooperative community. We westerners, modern humans, have grandiose and unreal beliefs about our unlimited power to do what we want. What we do with all our power endangers our own survival and that of many other species. I think that is because we know so much about matter, and so little about the spirit that is the essence of life.

    We have come to think that "spirit" is unmeasurable and therefore not scientific, not worth thinking about. Perhaps because we think spirit is religion, and so outside the realm of science that deals only with matter - another form of energy as Einstein formulated. The only rational something to pay attention to.

    But to me the word "spirit" does not mean religion. Religion is the package, what we create around spirit. Religion is a form we give spirit and we can make hundreds, thousands of forms. 



    It is hard to talk about - or define - "spirit" in a culture that accepts only matter as real. To me spirit is more real than matter. It is the awe that is at the core of life. Spirit is in what we call love, compassion. Spirit is the indomitable something of the people who struggled to reach the poles despite inhuman odds, climbed the highest mountains of the Himalayas. Spirit is what makes children surviving a cyclone in Burma take care of each other, when in the confusion no adults are around. Spirit is what makes people all over the world make sometimes great efforts to raise baby animals orphaned by hunters or poachers who killed the nursing mother tiger, or elephant. Spirit is the mysterious something we feel on a lonely beach when happening upon an unusual, almost unreal, sunrise on a far horizon. Spirit, I imagine, is what the first space traveler felt when he saw the earth, the whole earth and understood the miracle of this ball of matter that is alive, held in a trajectory around the sun by invisible forces.

    I'm not sure that only humans have spirit. I wonder what animals feel at sunset: usually no wind, fading light, birds who chatter loudly in a tree suddenly silent. Even the roosters here stop crowing. I remember a time when a friend and I were at a rocky beach. Her dog could not stop bounding from one rock to another sniffing and playing with the waves. Until it began to get dark. When a blood-red sun lit up the sky at the far horizon the dog sat frozen at our feet, as enraptured as we were.

    Hiding, ignoring, or denying spirit makes a cruel culture. It leaves us searching for ideals. Something greater, more important, than the fear which drives us today. A majority of "We the People" chose the ideals so eloquently spoken, but some politicians did not hear and perhaps had more power through worshipping money. 

    The irony, of course, is that money is an illusion. A piece of paper printed with the words "ten dollars" is not worth anything but the price of a printed piece of paper. But seller and buyer accept the belief that it can buy ten dollars worth of stuff. History is full of occasions when suddenly people woke up and no longer believed the worth of a piece of paper. The wealth of the super rich is as illusional, it consists of numbers in a computer that we let it intimidate us.

    Maybe you think spirit is as illusionary as money because it does not buy anything. Oh, but it does! It does not buy material things, but spirit makes us human. Spirit is what gives compassion. Com-passion: with-feeling. Not doing to others what we do not want others to do to us.

    Isn't that the exact opposite of what our current culture does? We do to others what we don't want them to do to us. It is a law of nature, a law of the universe perhaps, that the more we kill others the more the others will kill us. 

    But what do I know? I'm a 20th Century man, I don't understand this century.

    But I do know that a culture based on fear is not healthy. If everyone and anyone is suspected of being a possible danger, we make ourselves the danger. A healthy culture is based on trust. It seems to me that is what this Republic was meant to be by the Fathers. Trusting that "We the People" were honorable human beings, trusted to want the best for all of us. Yes, flawed because at the time slaves were not considered quite human (although human enough to bear half white children). But we corrected that.

    Now we are plagued with the disease of mistrusting people of another religion, another color, other thoughts.  Distrust does not a healthy society make. We have lost the human. Humans are not all alike, humans have unique qualities and talents; that make ours a unique and talented society. We cannot forget or ignore that humans have spirit even when it is hidden behind one or more masks.

    "I must not fear.   Fear is the mind-killer.   Fear is the little-death that brings total obliteration.   I will face my fear. I will permit it to pass over me and through me.    And when it has gone past I will turn the inner eye to see its path.   Where the fear has gone there will be nothing.   Only I will remain".

    (The Litany of Fear, Bene Geserit rite, from DUNE, by Frank Herbert, c. 1965)

  • 13/07/2014 17:44

    First blog

    Our new blog has been launched today. Stay focused on it and we will try to keep you informed. You can read new posts on this blog via the RSS feed.

Contact

www.sypsh.org
Noyatola,
Saidpur 5310
Bangladesh

Tags

© 2014 All rights reserved.

Make a free websiteWebnode