জেনে নিন আমরা কারা এবং আমাদের লক্ষ্যসমূহ কি কি?

 

গ্রাম বাংলার ঐতিহ্য হলো সবাই মিলে একসাথে থাকার ঐতিহ্য। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টানের এক হয়ে মিলেমিশে থাকার বিশ্বের সবচেয়ে ভালো উদাহরন হলো ১৬ কোটি মানুষের বাংলাদেশ। এখানে ধর্মীয় হানাহানি নেই বলতেই চলে। মানুষগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষ। পৃথিবী এগিয়ে গেছে, কিন্তু অধিক জনসংখ্যার কারনে আমাদের সমাজের সব মানুষই সমান সুবিধা ভোগ করতে পারে না। পতিত শ্রেনী বরাবরই অবহেলার শিকার। এসব মানুষের জন্য নিস্বার্থভাবে করার কেউ নেই। সমাজের ক্রমবর্ধমান সমস্যাগুলো রাজনৈতিক ডামডোলের মধ্যে থেকে যায় লোকচক্ষুর আড়ালে। ফলে সকলের অগোচরে সমাজের সমস্যাগুলো বেড়ে উঠে। ভবিষ্যত প্রজন্মকে স্বপ্ন দেখানোর মত কেউ থাকেনা, সমাজকে সুন্দর করে সাজানোর কথা কেউ বলে না। 
এসব তাগিদ থেকেই আমরা উপলব্ধি করি যে, সমাজের জন্য কিছু করা প্রয়োজন, সমাজের সমস্যাগুলো দূর করতে ব্যক্তি উদ্যেগে কিছু করা প্রয়োজন। 
আমরা যে সমাজে বড় হয়ে উঠেছি, যেখানকার আলো বাতাসে বড় হয়ে আমাদের জীবনের স্বপ্নগুলো বাস্তবতার মূখ দেখে সেই সমাজকে একটি শিক্ষিত ও অনুকরনীয় সমাজ হিসেবে সবার সামনে তুলে ধরতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

আমাদের লক্ষ্য সমূহঃ

১) সৈয়দপুরের মেধাবী গরীব ছা্ত্রদের জন্য ফান্ডগঠন, এবং মাসিক বৃত্তির ব্যবস্থা করা।
২) দুস্থ অসহায় মানুষদের পাশে দাড়ানো, যেমন, শীতকালে শীতবস্ত্র বিতড়ন, বাস্তুহারা লোকদের বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থায় সহযোগীতা।
৩) সামাজিক সমস্যাগুলো নিয়ে সমাজে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা, যেমনঃ মাদকমুক্ত সৈয়দপুর, কর্মহীন মানুষদের কর্মসংস্থানে সহযোগীতা।
৪) রাজনীতির উর্ধ্বে উঠে সৈয়দপুরের সকল রাজনৈতিক গোষ্ঠি এবং ধর্মীয় গোষ্ঠির মধ্যে সুসম্পর্ক তৈরির প্লাটফর্ম তৈরী। 
৫) তরুন সমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং পারষ্পারিক সুসম্পর্ক তৈরীর পদক্ষেপ তৈরী করা। 
৬) শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করে তরুন সমাজকে জাতি গঠনে ভূমিকা রাখার সুযোগ তৈরী করা। 
৭) সৈয়দপুর বাসীদের গর্বের সৈয়দপুর গঠনে স্বেচ্ছাসেবী মূলক কাজের মাধ্যমে অগ্রনী ভূমিকা পালন করা।

History of project

Under construction

Our users

Under construction

Contact

www.sypsh.org
Noyatola,
Saidpur 5310
Bangladesh

© 2014 All rights reserved.

Make a free websiteWebnode